জুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়

লালদিঘি ময়দানে চরমোনাই পীর

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ‘নগর সম্মেলন ২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্রজনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃজিত হয়েছে নতুন ইতিহাস। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতিধর্মশ্রেণিপেশানির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেমউলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও। জুলাইআগস্ট অভ্যুত্থানে আলেম সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

তিনি বলেন, ইসলামের পক্ষে একটি ভোট বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত। আর একমাত্র সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমেই জাতীয় সরকার গঠন সম্ভব।

নগর সভাপতি মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি আল মুহাম্মদ ইকবালের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী প্রমুখ। সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগাম মহানগরের ২০২৫২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। চট্টগ্রাম মহানগর মজলিসে আমেলায় ২০২৫২৬ সেশনে সভাপতি হয়েছেন মো. জান্নাতুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ড. বেলাল নূর আজিজী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারী, সহসভাপতি মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, সেক্রেটারি হয়েছেন আল মো. ইকবাল, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারি এডভোকেট পারভেজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক হলেন মো. ইব্রাহিম খলিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যতীত ফ্যাসিবাদের দোসরদের কবর রচনা করা অসম্ভব
পরবর্তী নিবন্ধলায়নিজমের জনক এম আর সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিল