জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিআরটিএ এক গণশুনানির আয়োজন করেছে। বিআরটিএ, চট্ট মেট্রো–১, চট্ট মেট্রো–২ ও চট্টগ্রাম জেলা সার্কেলের বিভিন্ন সেবা কার্যক্রমের উপর বিআরটিএ নতুনপাড়াস্থ কার্যালয়ে গতকাল বিকেল ৩টায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বিআরটিএ’তে আসা বিভিন্ন সেবা গ্রহীতাসহ সড়ক পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় পরিবহন মালিক সমিতি প্রতিনিধিরা চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী জেলা সমূহে ছোট যানবাহনের আধিক্যের কারণে বড় যানবাহন তথা বাস ও মিনিবাসের সংখ্যা কমে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে পরিবহন শ্রমিক সমিতির প্রতিনিধিরা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন তৎকালীন ফ্যাসিবাদী সরকারের করা এ আইন পরিবহন শ্রমিকদের জন্য চরম বৈষম্যমূলক আইন। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনকে তারা কালো আইন হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।
গণশুনানিতে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ মাসুদ আলম, বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ তৌহিদুল হোসেন, চট্ট মেট্রো–২ সার্কেলের উপ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, চট্ট মেট্রো–১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি উপস্থিত থেকে সেবা প্রত্যাশীদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।