জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়

| বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আজকের তরুণ প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে এবং তা থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতের একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্নস্থানে আয়োজিত বিজয় র‌্যালি ও সমাবেশে বক্তারা এ মন্তব্য করেছেন।

সিভাসু’তে আলোচনা সভায় খসরু : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বিএনপি।

গত মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ, সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. . কে. এম. সাইফুদ্দিন,পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম এবং পরিচালক (পিআরটিসি) প্রফেসর ড. . কে. এম. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে জুলাই গণঅভ্যুত্থানে আহত সিভাসু’র ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাহাত বিন জাহাঙ্গীরও বক্তব্য রাখেন।

হাটহাজারীতে মীর হেলাল : হাটহাজারী প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সমগ্র দেশজুড়ে বিএনপি নেতা কর্মীরা গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধুমাত্র জুলাই মাসেই কয়েকশত বিএনপির নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। তিনি আগামী নির্বাচনে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। গত মঙ্গলবার বিকেলে হাটহাজারী পৌরসদর বাস স্টেশন চত্বরে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌর বিএনপি সদস্য সচিব অহিদুল আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম, উত্তর জেলা সাবেক সদস্য ডাক্তার রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর, যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান দৌলত, মো. শাহেদুল আজম শাহেদ, প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপির বিজয় র‌্যালি : জুলাইআগস্ট গণঅভ্যুত্থানএর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। নগরের ফিরিঙ্গী বাজার ব্রিজ ঘাট এলাকা থেকে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের নেতৃত্বে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয় এ বিজয় র‌্যালি। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিজয় র‌্যালিপূর্ব সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, জুলাইআগস্টে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মা তখনই শান্তি পাবে যখন দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ফিরে পাবে।

লায়ন হেলাল উদ্দিন আরও বলেন, জুলাইআগস্টের গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে একটি নব্য ‘কিংস পার্টি’ গঠিত হয়েছে, যাদের পেছনে রয়েছে অন্তবর্তী সরকারের পৃষ্ঠপোষকতা। এটি অত্যন্ত দুঃখজনক।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য শেখ মোহাম্মদ মহিউদ্দিন, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মাস্টার লোকমান, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, মাস্টার মোহাম্মদ রফিক, রাজীব জাফর চৌধুরী, সাজ্জাদুর রহমান, মহসিন চৌধুরী রানা, শফিকুল ইসলাম চেয়ারম্যান, মো. আজগর, ফৌজুল কবির ফজলু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ইসমাইল, ইখতিয়ার হোসেন ইফতু, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, মেহেদী হাসান সুজন।

আইআইইউসি : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়, যেখানে মানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ভীকভাবে জীবন উৎসর্গ করেছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তানরা। তাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে পারে না।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে জুলাই যোদ্ধা সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আইআইইউসি আয়োজিত এই অনুষ্ঠানমালায় মধ্যে ছিল গ্রাফিতি ও চিত্র প্রদর্শনী, বিজয় র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব.)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই শহীদ ফয়সাল আহমদ শান্ত’র পিতা জাকির হোসেন এবং শহীদ ওয়াসিম আকরামের বড় ভাই আরশাদ আলী। জুলাই যোদ্ধা শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারদিনা রুহাইলা, সৈয়দ মাহমুদুল আল সাহেদ, মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহেদ, এ কে এম নুরুল্লাহ, আব্দুল্লাহ আল কায়েস। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার মোহাম্মদ নুরুন্নবী এবং অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. ফরমান শিকদার প্রমুখ।

শিকলবাহায় বিএনপির বিজয় মিছিল : কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য এস এম মামুন মিয়া বলেছেন, বাংলাদেশের গণমানুষের দল হচ্ছে বিএনপি। তাকে নিশ্চিহ্ন করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই নিশ্চিহ্ন হয়ে গেছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকা থেকে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম মামুন মিয়ার নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক গোল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়। সমাবেশে জেলা বিএনপির সদস্য হাজী মো: ওসমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কর্ণফুলী থানা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খাঁন।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৫ আগস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। বক্তব্য রাখেন প্রক্টর মো. সোলাইমান চৌধুরী।

ছাত্রসেনা দক্ষিণ জেলা : ইসলামিক ফ্রন্ট দক্ষিণ জেলার সহসভাপতি এ এম মাঈনুদ্দীন চৌধুরী হালিম বলেছেন,বিগত ৫ আগস্ট ২৪ রাজনৈতিক পট পরিবর্তন ছাত্রজনতার রক্তস্নাত আন্দোলনসংগ্রামের ফসল। তিনি অভ্যুত্থানে নিহতদের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, সন্ত্রাসচাঁদাবাজি বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা, সাধারণ মানুষের অযথা হয়রানি বন্ধ করাসহ বিচার বহির্ভূত যে কোন হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। তিনি গত ৫ আগস্ট ছাত্র সেনা দক্ষিণ জেলার উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। দক্ষিণ জেলা সভাপতি মাসরুর রহমানের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক খ ম মোজাম্মেল হক কাদেরি। বিশেষ অতিথি জহুরুল ইসলাম, স ম শওকত আজিজ , শহীদুল্লাহ সাদা, কফিল উদ্দিন রানা, নাছির উদ্দীন, হারেছ দৌলতী। প্রধান বক্তা হিসেবে ফরিদুল ইসলাম চৌধুরী। মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় মধ্যে বক্তব্য রাখেন এস এম ইসমাইল, ফোরকান উদ্দীন, আবু তৈয়্যব রোকন, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, তারেকুল ইসলাম, সাইফুল ইসলাম তাহেরি, মহিউদ্দিন,সাইফুল ইসলাম জিকু, আবুল ফয়েজ, মোবারক হোসেন, কাজী ইফাজ উদ্দিন, মোবারক হোসেন, তাহসিন ফারহান, সাজ্জাদ হোসেন,সেলিম উদ্দিন প্রমুখ।

অগ্রণী ব্যাংক নিউ মার্কেট কর্পোরেট শাখা : জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে অগ্রণী ব্যাংক নিউ মার্কেট কর্পোরেট শাখা গতকাল বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মুহাম্মদ আলী মিঞা এবং সকল কর্মকর্তা, কর্মচারীগণ।

আইইবি চট্টগ্রাম কেন্দ্র: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত ৫ আগস্ট, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বৃক্ষরোপন কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদকে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি (ভারপ্রাপ্ত) প্রকৌশলী সেলিম মো. জানে আলম। বক্তব্য রাখেন প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদ, ওয়াসিমসহ হাজার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই বিপ্লবী গণঅভ্যুত্থান। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসররা এখনো বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে আছে এবং সুযোগ পেলেই ভয়ংকর রূপে আবির্ভাব হতে পারে। তিনি সকল প্রতিষ্ঠানে সৎ ও যোগ্যদের নিয়োগ প্রদান এবং ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত কর্মকর্তাদের প্রশাসনমুক্ত করতে একত্রে লড়াই করার আহ্বান জানান।

বক্তব্য রাখেন প্রকৌশলী মো. নুরুল আলম, প্রকৌশলী মো. দুলাল হোসেন, প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার, প্রকৌশলী আবদুল হান্নান, প্রকৌশলী এ. কে.এম. মামুনুল বাশরী, প্রকৌশলী মো. মোস্তফা ইকবাল, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন খালেদ, প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রকৌশলী মো. এমাদুল হক, প্রকৌশলী এইচ এম রফিকুন নবী, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন, প্রকৌশলী মো. অহিদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান, সিনিয়র প্রকৌশলী শাহে আরেফীন, প্রকৌশলী রেজাউল করিম ও প্রকৌশলী সজীব বড়ুয়া।

ডাক দিয়ে যাই :ডাক দিয়ে যাই’ সংগঠনের উদ্যোগে গত ৫ই আগস্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চব্বিশের গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বড় ভাই আরশাদ আকরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, প্রধান আলোচক ছিলেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন, সভাপতিত্ব করেন অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল, সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন ধর্ম সম্পাদক হাফেজ মো. আব্দুর রহিম, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও অঞ্চলের সাধারণ সম্পাদক মো. পারভেজ খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। কিন্তু গত সরকারের আমলে শিক্ষা কারিকুলামের নিয়মনীতি পুরাই হাস্যকর বানিয়ে ফেলা হয়েছিল। এতে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছিল। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা এ সরকারের কাছে আবেদনসুন্দর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি পরিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখুন।

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী প্রতিনিধি জানান,বাঁশখালীতে বিএনপির উদ্যোগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি ও সমাবেশ গত ৫ আগস্ট উপজেলা পৌরসভা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষি করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার লোকমান আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, আমিনুর রহমান চৌধুরী, আবদুর ছবুর চৌধুরী, রাসেল ইকবাল মিয়া, রেজাউল হক চৌধুরী, মোহাম্মদ শাহ জাহান চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, মো. মহসিন, খোরশেদুল আলম মূসা মেম্বার, ইমতিয়াজুল হক জিল্লু, কামাল উদ্দীন, জামাল উদ্দীন, আহমদ ছগির, মান্নান, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, মো. জাহেদুল হক জাহেদ, প্রফেসর মো. মুবিনুর রহমান চৌধুরী, রাসেল চৌধুরী, তমিজ উদ্দিন, আদীল চৌধুরী, হাসান মুহাম্মদ এরশাদুর রহমান, আশেক এলাহী সোহেল প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিএনপি দেশের গনমানুষের দল। তিনি আগামীতে সেবা করার সুযোগ প্রত্যাশা করে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

লোহাগাড়া: লোহাগাড়া প্রতিনিধি জানান, জুলাইআগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি। গত ৫ আগস্ট উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রামকঙবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু তাহের, আবু সেলিম চৌধুরী, নুরুল আবছার, এসএম আবু সাঈদ চৌধুরী টিটু, এমএ কাশেম, মাওলানা মুজিবুর রহমান, জসিম উদ্দিন, রাশেদুল হক, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, এসএম জাকারিয়া, বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট এরফানুর রহমান, খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, শাহ আলম ও নুরুল কবির সওদাগর।

জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা: জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন অধ্যক্ষ আরিফ উল্লাহ, মাস্টার আব্দুর রহিম ছানুবী, অধ্যক্ষ আবু তাহের, মোক্তার হোসাইন সিকদার, মু. আব্দুর রহিম, মহিউদ্দিন, এনামুল হক জিহাদী, অ্যাডভোকেট জি. এম. সাইফুল ইসলাম, অধ্যাপক শহিদুল্লাহ, জুবায়ের আহমদ, অধ্যক্ষ মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ আজিজুল ইসলাম, সোলায়মান প্রমুখ। প্রধান অতিথি আগামী জাতীয় নির্বাচনে গণরায় দাড়ি পাল্লার পক্ষে দেওয়ার আহবান জানান।

ফটিকছড়ি: ফটিকছড়ি প্রতিনিধি জানান,জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে গত ৫ আগস্ট গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে বিবিরহাট বাজার ঘুরে বাস স্টেশনে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা শাখার শূরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন থানা আমীর নাজিম উদ্দিন ইমু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইউসুফ বিন সিরাজ।বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম চৌধুরী, এজহারুল ইসলাম, এডভোকেট ইসমাইল গনি, মাওলানা নুরুল আলম আজাদ, প্রফেসর সেলিম উদ্দিনসহ অনেকে। এতে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস।

বান্দরবান জেলা বিএনপি: বান্দরবান প্রতিনিধি জানান,বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। গতকাল বুধবার স্থানীয় রাজারমাঠ বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছিলেন জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সচিব মো. জাবেদ রেজা, অধ্যাপক মো. ওসমাস গনি, আব্দুল মাবুদ, লুসাই মং, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

সাংস্কৃতিক ইউনিয়ন: গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সাংস্কৃতিক শাখা ‘সাংস্কৃতিক ইউনিয়ন’ গত মঙ্গলবার নগরীর জামালখান মোড়ে আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক কর্মসূচি ‘দ্রোহযাত্রা চলমান’। জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন ১৫ জন শিল্পী। উল্লেখযোগ্য পরিবেশনাগুলোর মধ্যে ছিলো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি তৌকির আহমেদ এবং সহসভাপতি তালহা মাহমুদ চৌধুরীর পরিবেশিত দেশাত্মবোধক ও গান।

সঙ্গীত পরিবেশন করেন ফায়াকুন ও হিপহপ গোষ্ঠী প্রজেক্ট এরর এবং বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভাপতিত্ব করেন জেলা প্রেসিডেন্ট তৌকির আহমেদ।

সঞ্চালনায় ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সুমন রাহমান এবং সাধারণ সম্পাদক তুর্য্য খান। বক্তব্য রাখেন কমরেড রাহাত উল্লাহ জাহিদ। উপস্থিত ছিলেন জুয়েল মজুমদার, ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণিপেশার সচেতন নাগরিকগণ। দ্রোহযাত্রা চলমান’ ছিলো এক সাংস্কৃতিক প্রতিবাদ যেখানে শিল্প, কণ্ঠ, ছন্দ ও বক্তব্যে উচ্চারিত হয়েছে স্বাধীনতা, ন্যায্যতা এবং অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কার চেতনার দাবি।

কোতোয়ালী থানা বিএনপি: ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনতা হেলাল চৌধুরীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম, আলমগীর চৌধুরী, অ্যাড. তারেক, শাখাওয়াত হোসেন পিয়েল, শমসের আলী, আনিসুল হক, মো. সেলিম, নিজাম উদ্দিন, মো. শাহাদাত হোসেন, শাহ আলম, মো. মুরাদ, মো. জসিম, মো. ফোরকান, জাকেরিয়া জহির, মো. সোহেল, সুমন খান, রানা ভূঁইয়া, মোঃ বাহার, মো. আকিব, নুর বশর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিকড়ের প্রতি শ্রদ্ধা, শিখরে পৌঁছানোর অঙ্গীকার