জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখতে হবে : মঞ্জু

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ইস্পাতদৃঢ় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল শুক্রবার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরে এবি পার্টির রংপুর বিভাগীয় নেতাদের নিয়ে আয়োজিত সম্মেলন ও ইফতার মাহফিলে এ আহ্বান জানিয়ে তিনি আরো বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসাথে কারাগারে কষ্ট ভাগাভাগি করেছেন, ফ্যাসিবাদ পুরো বিলুপ্ত হওয়ার আগেই সেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব সংঘাত সবাইকে হতাশ করেছে, এটা খুবই দুঃখজনক। খবর বাসসের।

রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজানের সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও দিনাজপুর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদন ব্যারিস্টার আব্দুল হক সানি।

সম্মেলনে আগামী নির্বাচনে জোট গঠনের সম্ভাব্যতা প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, অনানুষ্ঠানিকভাবে দুটি জোট নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে। প্রথমটি হলো বিএনপি’র আহ্বানে সাড়া দিয়ে তাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা, দ্বিতীয়টি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে যে রাজনৈতিক উদ্যোগ ও দলগুলো গণঅভ্যুত্থানে নিবিড়ভাবে কাজ করেছে তাদের সমন্বয়ে একটা জোট গড়ে তোলা। নির্বাচন ঘনিয়ে আসলে এবি পার্টি সুস্পষ্ট অবস্থান নির্ধারণ করবে। ইতোমধ্যে এবি পার্টির নির্বাচন প্রস্তুতি কমিটি সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেয়ার জন্য যাচাই বাছাই শুরু করেছে। এসময় পার্টির নেতাকর্মীদের সামনের দিনের যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধউম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানায় ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি হলে কঠোর ব্যবস্থা