কিছু মিডিয়া নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের চরিত্রহরণ করছে এবং সদ্য জামিনে মুক্তি পাওয়া জুলাই যুদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর ঘটনাও তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্রহরণের চেষ্টা করছে। গত সোমবার গভীররাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া সুরভীর খোঁজ নিতে তার টঙ্গীর বাসায় গিয়ে এসব কথা বলেন নাহিদ। খবর বিডিনিউজের।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার গাজীপুরের জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ড আদেশের কয়েক ঘণ্টার মাথায় জামিন দেয় আদালত। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় অতিরিক্ত জেলা দায়রা জজ–১ এর বিচারক অমিত কুমার দে সুরভীর জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কারগার থেকে মুক্তি পান।
হাদির হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্ববান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দলের মধ্যে অনুপ্রবেশ করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে।












