১৬ বছরে স্বৈরশাসক এর শোষণ, নির্যাতন ও নিপীড়ন সাধারণ মানুষ অতিষ্ঠ। বাদ যায়নি আলেম–ওলামা, সাংস্কৃতিক কর্মীসহ কেহ। তাই অন্যান্য শোষিত মানুষের সাথে জুলাই আন্দোলনে সাংস্কৃতিক বিপ্লব ছিলো অনন্য হাতিয়ার। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রামে সিসিএ আয়োজিত সেমিনারে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় প্রবন্ধ রচনা ও উপস্থাপন করেন সিসিএ’র নির্বাহী পরিষদ সদস্য বিশিষ্ট লেখক মুহাম্মদ সাইফুদ্দিন। পঠিত প্রবন্ধের উপর পর্যালোচনা মূলক মূল্যায়ন উপস্থাপনা করেন বিশিষ্ট নাট্যকার এনামুল হক, শিল্পী শাফায়াত উল্লাহ, সাজিদুল ইসলাম, নাট্যকার শোয়াইব হোসেন, আহমেদ উল্লাহ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ সোহেল ফখরুদ্দিন। অনুষ্ঠানে জুলাই বিপ্লব সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী মুহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চবির একাউন্টেট ফরিদ উদ্দিন চৌধুরী, সিসিএ জোন সভাপতি সংগীত শিল্পী শাহিদুল করিম খান, মুবারক হোসেন, জোন সেক্রেটারি রহমত উল্লাহ, বোরহান উদ্দিন ও সংগীত শিল্পী আব্দুস শাকুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।