জুলাই আন্দোলনে দৃষ্টি হারিয়েও হার মানেননি শুভ, লড়বেন স্বতন্ত্র প্রার্থী হয়ে

চবি প্রতিনিধি | শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো শুভ। তিনি চবি বাংলা বিভাগের ২০১৯২০ সেশনের শিক্ষার্থী। গেল বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ডোপ টেস্টও করিয়েছেন।

শুভ হোসেন বলেন, জুলাই আন্দোলনে আমার সম্পৃক্ততা ছিল কেবল একটি ক্ষণস্থায়ী আবেগ নয়, বরং অন্যায় অবিচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমে থাকা প্রতিবাদী চেতনার বাস্তব রূপ। গণতান্ত্রিক অধিকার রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্যই আমি আন্দোলনে যুক্ত হয়েছিলাম। তিনি জানান, তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী আন্দোলন দমাতে তীব্র হামলা চালায়। এসময় আঘাতপ্রাপ্ত হয়ে দৃষ্টি হারাই। বহুবার অপারেশন হলেও শরীরে আটকে থাকা গুলি এখনও বের করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, তা আর কখনো বের করা সম্ভব নয়।

শুভ জানান, আমি দৃষ্টি হারালেও স্বপ্ন হারাইনি। কাক্সিক্ষত বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক নেতৃত্বে ভূমিকা রাখতেই আসন্ন চাকসু নির্বাচনে অংশ নিচ্ছি। আমার লড়াই হচ্ছে দলান্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে নতুন বাংলাদেশের দিশাময়ী নেতৃত্বের উদাহরণ তৈরি করা। তিনি জানিয়েছেন, সমাজ ও পরিবেশের উন্নয়নের ভাবনা বাস্তবায়ন করাই হবে তার প্রধান লক্ষ্য। বিশেষ উদ্যোগ হিসেবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন চাকসু নির্বাচনে যত ভোটে জয় লাভ করবেন, ততটি গাছ নিজ হাতে রোপণ করবেন। এবং শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধচাকসু মনোনয়ন ফরম বিক্রিতে পৌনে ৩ লাখ টাকা আয় প্রশাসনের
পরবর্তী নিবন্ধশিবিরের ভিপি প্রার্থী কে এই ইব্রাহিম?