জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জুলাইআগস্ট গণঅভ্যুত্থান স্মরণে চট্টগ্রাম মহানগর বিএনপি, জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারএর যৌথ উদ্যোগে নগরে পালিত হয়েছে ‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি। গতকাল রোববার সকালে কাজীর দেউড়ি জিয়া জাদুঘর সংলগ্ন সবুজ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান ও ইয়াসিন চৌধুরী লিটন, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর ও সদস্য সচিব সাবের হোসেন টারজান।

এ সময় নাজিমুর রহমান বলেন, জুলাইআগস্ট মাস আমাদের জাতীয় ইতিহাসে শুধু গণজাগরণের নয়, বরং শহীদদের রক্তে সিঞ্চিত এক অবিনাশী প্রেরণার উৎস। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে দুর্বার আন্দোলন বিএনপি ও জনগণ একসাথে লড়ে এসেছে, তার গতি সঞ্চারিত হয়েছিল এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে।

তিনি বলেন, আজকের কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপণের প্রতীকী উদ্যোগ গ্রহণ করেছি, যার মধ্যে রয়েছে শহীদের স্মৃতি রক্ষার প্রতিশ্রুতি, দেশের প্রতি ভালোবাসা, এবং গণতান্ত্রিক অভিযাত্রায় সবুজশ্যামল ভবিষ্যৎ নির্মাণের সংকল্প।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে সবুজ শিক্ষায়তন সরকারি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়
পরবর্তী নিবন্ধজুলাই বিপ্লবকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না