জুলাই অভ্যুত্থান দিবসে ভাটিয়ারিতে ব্রেকফাস্ট গলফ টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে ভাটিয়ারি গল্‌ফ এন্ড কান্ট্রি ক্লাবে ব্রেকফাস্ট গল্‌ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট মঙ্গলবার ক্লাবের গল্‌ফ কোর্সে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন : লংগেস্ট ড্রাইভ মাহরুস উদ্দিন, জুনিয়র উইনার মাস্টার আহনাফ আফিফ চৌধুরী,লেডি উইনার মিসেস ওবায়দা সায়েদ, ২য় বেস্ট গ্রুস হাবিব মহিউদ্দিন, রানার আপ লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান, বেস্ট গ্রুস লে. কর্ণেল মো. সরওয়ার বিন কাশেম এবং উইনার তৌফিকুল ইসলাম। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল ইমরান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, গল্‌ফ ক্যাপ্টেন, চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, গলফার এবং অতিথিবৃন্দ। টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল ইমরান। তিনি শ্রদ্ধাভরে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকে স্মরণ করে বলেন, জুলাই ২০২৪ ছিল বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। এটি ছিল অন্যায়, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে একটি বীরত্বপূর্ণ অভ্যুত্থান। তরুণ সমাজ সেই আন্দোলনের অগ্রভাগে থেকে প্রমাণ করেছে শক্তি বা ক্ষমতা নয় মানুষের জাগ্রত বিবেকই পারে একটি জাতিকে নতুন পথে এগিয়ে নিতে।

তিনি আরও বলেন, যেভাবে ১৯৭১ সালে আমরা বাহ্যিক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, ঠিক সেভাবেই ২০২৪ সালে লড়াই করেছি ভিতরের শোষণ ও অবিচারের বিরুদ্ধে। তাই অনেক ইতিহাসবিদই একে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হিসেবে বিবেচনা করছেন। সেই যুদ্ধে বিজয়ী আমাদের তরুণ প্রজন্ম।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী গল্‌ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, ভাইস প্রেসিডেন্ট (গল্‌ফ) সালমান ইস্পাহানি,গল্‌ফ ক্যাপ্টেন ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী (অবসরপ্রাপ্ত), চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি কর্ণেল মো. আসিব বিন জলিল, এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধফাইনালের মহড়ায় জয় টাইগার যুবাদের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৫.৮৩ কোটি টাকা