জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

| সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতী সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। এমনটি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজজামান। গতকাল রোববার সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সেনাপ্রধান জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দেন। খবর বাংলানিউজের।

জেনারেল ওয়াকারউজজামান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত জুলাই আন্দোলনের চার হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে। তিনি বলেন, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির কৃতী সন্তান। আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএকাত্তরের কালরাত স্মরণে কাল এক মিনিট ‘ব্ল্যাকআউট’
পরবর্তী নিবন্ধ৭৮৬