জুলাই অভ্যুত্থানের অনুপ্রেরণায় গণভোটে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে

লোহাগাড়া ও সাতকানিয়ায় সমাবেশে আবদুল হালিম

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাইকে ধারণ করে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করা হবে। এরই অনুপ্রেরণায় আসন্ন গণভোটে জনগণকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য জাফর সাদেক, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসেক্রেটারি মুহাম্মদ ইসহাক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, জেলা শ্রমিক কল্যাণের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোছাঈন, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান প্রমুখ। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, সরকারের প্রচারণার পাশাপাশি মানুষকে সচেতন করতে আমরা গণভোটের লিফলেট বিতরণসহ নিয়মিত গণসংযোগ অব্যাহত রাখতে হবে। সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, সাতকানিয়া লোহাগাড়া ওলী আউলিয়ার এলাকা। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে অসংখ্য শহীদ নিজের রক্ত দিয়েছেন। জুলাই অভ্যুত্থানেও লোহাগাড়ার ইশমাম জীবন দিয়েছেন। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আগামী নির্বাচনেও জনগণ গণভোট বিপুলভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হবে। অধ্যাপক জাফর সাদেক বলেন, সোনালি ফসল পেতে যেমন চাষীরা দিনরাত পরিশ্রম করে, তেমনি নির্বাচনে জয়ী হতে হলে দিনরাত সময় দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজারে নিরাপত্তা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধশ্রমিক কল্যাণ ফেডারেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম