আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমে আসায় জুলাই মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন গতকাল বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বলেছে, এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দর কার্যকর হবে। দুই মাসের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, জুন মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৫৮০ দশমিক ৫০ ডলার ছিল। জুলাই মাসের জন্য তা ৫৫৫ দশমিক ৫০ ডলার ঠিক করা হয়েছে। খবর বিডিনিউজের।
আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের কারণে দেশের বাজারেও এলপিজির দাম কিছুটা কমেছে। খুচরা পর্যায়ে জুলাই মাসের জন্য মূসকসহ এলপিজির দাম ঠিক করা হয়েছে প্রতিকেজি ১১৩ টাকা ৬৪ পয়সা, যা জুন মাসে ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ, কেজিতে দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা। জুন মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৪০৩ টাকা, যা জুলাই মাসে ১৩৬৪ টাকা ঠিক করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারে দাম কমেছে ৩৯ টাকা।
জুলাই মাসে রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম হবে প্রতিকেজি ১০৯ টাকা ৮৯ পয়সা, যা জুন মাসে ১১৩ টাকা ১৯ পয়সা ছিল। জুলাই মাসে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা যা আগের মাসে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।