গত ১৩, ১৪ ও ১৫ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে চালানো হয় দুইটি ইলেকট্রিক কার (ই–কার)। এতে শিক্ষার্থীদের ভালো সাড়া পাওয়া গেছে। আগামী জুলাইয়ের মধ্যে ক্যাম্পাসে ৩০টি ই–কার সার্ভিস চালু হতে যাচ্ছে। রোববার চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। চবি ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে ই–কার সার্ভিস ভালো কাজ দিবে বলে মনে করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে রিকশাওয়ালাদের দৌরাত্ম্য কমাতে হলে বিকল্প ব্যবস্থা লাগবে। এর জন্য ই–কার সার্ভিস ভালো একটি উদ্যোগ। এটা ক্যাম্পাসে চক্রাকার বাসের চাহিদা মিটাবে বলেও মনে করেন শিক্ষার্থীরা।
উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা মা এন্টারপ্রাইজের সাথে চুক্তি করেছি। আগামীকাল তাদের কাছে চিঠি পাঠানো হবে ৩০টা ই–কার প্রদান করার জন্য। চবিতে পরীক্ষামূলকভাবে তিনদিন ই–কার সার্ভিস চালু ছিল। তাদের সার্ভিস আমাদের ভালো লেগেছে। আমরা ই–কার ক্যাম্পাসে চলমান রাখবো। সর্বোচ্চ ভাড়া হবে ১৫ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকা। রক্ষণাবেক্ষণসহ যাবতীয় দায়িত্ব ওই প্রতিষ্ঠানের থাকবে। আমরা রাখার জায়গা এবং চার্জিং পয়েন্টের সুবিধা দিবো। তিনি আরও বলেন, চীন থেকে ই–কার আনতে হবে। তাই একটু সময় লাগবে। জুনের শেষে বা জুলাইয়ের মধ্যে ই–কার ক্যাম্পাসে পাঠাবো হবে। ই–কার ইতিমধ্যে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান আছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও চলবে। এতে শিক্ষার্থীরা পার্টটাইম জব করার সুযোগ পাবে।