জুরাছড়িতে নৌকাবাইচ প্রতিযোগিতা

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৮ পূর্বাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পার্বত্য শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে সেনাবাহিনীর জুরাছড়ি জোন রনতুর্য সাত এই প্রতিযোগিতার আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় কাংরাছড়ি ব্রিজ থেকে জোনের হেলিপ্যাড ঘাট পর্যন্ত হ্রদের প্রায় দুই কিলোমিটার অংশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় ঢেউয়ের মধ্যে মাঝিদের সাজ আর বাদ্যের ঝংকার দেখা যায়। দর্শকের করতালিতে মুখর হয়ে ওঠে হ্রদের তীর। প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলে ১৫টি দল অংশ নেয়। এর আগে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান বেলুন উড়িয়ে নৌকাবাইচের উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় নারীদের মধ্যে মল্লিকা চাকমার দল প্রথম, বিশাখা চাকমার দল দ্বিতীয় ও সুমিতা চাকমার দল তৃতীয় স্থান লাভ করে। পুরুষদের মধ্যে প্রথম হয় পহেল চাকমার দল। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে শান্তিময় চাকমা ও বিশাল চাকমার দল।
এ সময় উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর হোসেন, নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আখতারুজ্জামান ফয়সাল, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, জোন উপঅধিনায়ক মেজর নাজমুল হাসান, ইউএনও জিতেন্দ্র কুমার নাথ, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, ওসি শফিউল আজম, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহিনী কুমার চাকমা, দুমদুম্যা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাগীশিক কাঞ্চনা সংসদের অভিষেক
পরবর্তী নিবন্ধমাদ্রাসার লাইব্রেরিতে অজগর