জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৪ জন আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের বাড়ইপাড়া এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মো. আবু কাউছার, মো. মামুন, মো. ইসমাইল ও মো. ফয়সাল। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, বাড়ইপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০৪টি তাস ও নগদ ৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের গণ ব্লাড গ্রুপিং ও সচেতনতা কর্মসূচি
পরবর্তী নিবন্ধসিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান