জুয়ার সরঞ্জাম সহ ৯ জুয়াড়ি গ্রেফতার

আজাদী অনলাইন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৩৮ অপরাহ্ণ

বায়েজিদ বোস্তামী থানার মিদ্দাপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় আব্দুল জলিল প্রকাশ চাঁন মিয়ার চায়ের দোকানের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। বাংলানিউজ

গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুল জলিল প্রকাশ চাঁন মিয়া (৪০), মো. সোহেল (২৮), মো. মনির (৩৮), মো. আশরাফুল (২৬), রুবেল কুমার নাথ (৩০), মো. লিটন (৪৬), মো. হোসেন (৩৭), মো. মিন্টু (৩০) ও মো. নাছির (৩৪)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চায়ের দোকানের ভিতরে একটি রুম থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৪ হাজার টাকাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএলজি সহ পলাতক আসামী গ্রেফতার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ গ্রেফতার ২