জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ নগরের ডবলমুরিং থানা এলাকায় ১৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরের দিকে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন বাবুল (৪৮), জয়নাল আবেদীন (২৮), করিম (৪০), সালমান (৩৪), আবুল কালাম (৫০), আব্দুল মান্নান (৪১), আলম (৩৮), ফয়সাল (২৮), মোশারফ হোসেন (৪৮), জিয়াউল হক (৪৭), তোফাজ্জল হোসেন (৩৯), ইমরান (৩২), শফিউল আলম (৪৯), ইফরাত নুর, খোকন (৩৯), আসাদ (৩৮) ও নুরুল হক (৪০)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম আজাদীকে বলেন, শনিবার জুয়ার টাকা এবং সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আজ (রোববার) দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।