চট্টগ্রাম নগরীতে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, রাজীব দে (৪০), মোহাম্মদ মহিউদ্দিন (৫৩), মোহাম্মদ জুয়েল (২৫), ইসমাইল উদ্দিন বাপ্পি (২২), নুর ইসলাম (৩২) ও আমিন শরীফ (৩৬)।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে নগরীর কালামিয়া বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, সিএমপি বাকলিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার মোজাফ্ফর রোডস্থ আমিন শরীফের কলোনিস্থ পুরাতন সেমিপাকা টিনসেডের ঘরে অভিযান পরিচালনা করে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করে।
বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বাকলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।