জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার

আজাদী অনলাইন | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ১:১৭ অপরাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন বাস্তুহারা এলাকায় জুয়ার আসর থেকে আনোয়ার হোসেন (৫৫), মোঃ আলমগীর (৩৯), মোঃ শেরে আলী (৫৫), মোঃ জামাল হোসেন (৫৫) ও মোঃ ফারুক (৫৫) নামে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে বাকলিয়ার বাস্তুহারা এলাকার হেলালের ইটের ব্লক ফেক্টরি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন নিঝুমদ্বীপ বন্দরটিলা এলাকার মৃত জবিউল হক ছেলে, মোঃ আলমগীর চট্টগ্রামের বাঁশখালী থানাধীন ১নং ওয়ার্ড পশ্চিম মনকিরচর এলাকার মৃত আব্দুস সালাম ছেলে, মোঃ শেরে আলী চট্টগ্রাম বাঁশখালীর পশ্চিম কাহারঘোনা এলাকার মৃত ছালেহ আহাম্মদ ছেলে, মোঃ জামাল হোসেন চট্টগ্রামের পটিয়ার গুদ্দরহাট এলাকার চান্দু সওদাগর বাড়ির মৃত চান মিয়া, সওদাগর ছেলে ও মোঃ ফারুক ভোলা জেলার লালমোহন থানাধীন পাংগাইসস্সা এলাকার ইসলাম চৌকিদার বাড়ির মৃত বদিউল জামাল ছেলে।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন দৈনিক আজাদীকে বলেন, ঘটনাস্থল কয়েকজন জুয়াড়ি জুয়ার আসর বসিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নিয়মিত মামলা রুজু করে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারা মোতাবেক তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাউখালীতে নির্মাণাধীন কালভার্টে অটোরিকশা পড়ে চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধডাবের পানি খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ, পুলিশের জালে প্রধান অভিযুক্ত