ফটিকছড়ির নাজিরহাটে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে ফয়েজ আহমদ (৬৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন রসিদা পুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজ আহমদ নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের রসিদা পুকুর পাড় এলাকার ফতে আলী সওদাগরের চতুর্থ সন্তান।
খবর নিয়ে জানা যায়, ফটিকছড়ির নানুপুরের ওবাইদিয়া মাদ্রাসায় জুমার নামাজ পড়ার জন্য মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হয়ে সড়কে উঠেন ফয়েজ আহমদ। একটু সামনে গেলেই বিপরীত দিক থেকে আসা পিক আপ সজোড়ে ধাক্কা দেয়। এতে তার মুখমন্ডল ও মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে, পিকআপ চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ের পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার মোঃ আনিসুর রহমান।