বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক নারী গুলিবিদ্ধ হয়েছে। আহতের নাম উমেপ্রু মারমা (৩৪)। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের রুমা সীমান্তবর্তী হিমাগ্রী পাড়া এলাকায় জুমঘরে যাওয়ার পথে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক পাহাড়ি নারী গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়। আহত উমেপ্রু মারমার বাড়ি বালাঘাটা রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায়।
আহতের স্বজন অমিত তঞ্চঙ্গ্যা বলেন, আহত গুলিবিদ্ধ নারী আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। তারা বালাঘাটা রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় থাকেন। কদিন আগে গ্রামের বাড়িতে বাচ্চা আনতে গিয়েছিলেন। সেখানেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় উমেপ্রু মারমা।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুপ্রু মারমা বলেন, জুমঘরে যাওয়ার পথে পাহাড়ি নারীর পেটে লাগা গুলিটি একপ্রান্ত ঢুকে অপরপ্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ডিউটি অফিসার শুব্র দে জানান, গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।