জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের মতবিনিময় সভা

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৬:০০ পূর্বাহ্ণ

জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশন এবং কাস্টম এক্সাইজ ও ভ্যাট কোতোয়ালী সার্কেলের মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। রাজস্ব কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের উদ্যোগে সভায় করোনাকালীন সময়ে ব্যবসায়ের প্রকৃত অবস্থা তুলে ধরাসহ ভ্যাট বিষয়ক আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল হালিম সেলিম।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম। অংশ নেন সিনিয়র সহসভাপতি (১) শহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মান্নান ও কামাল হোসেন, সহ-সম্পাদক আরমান রসুল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ রাজু, জামাল উদ্দিন আহমেদ, আলী আকবর, বিপুল বরন লোধ, ইফতেখারুল হক রানা, জিয়াউল হক সোহেল, মো. বাকের আবু আলা, আহমেদ বাবর, আরশাদুল শফি, কুতুব উদ্দিন, আব্দুল কাদের, সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরা বেগম, রাজেশ চাকমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. আশরাফ উদ্দীন আহমদ
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল