জুনে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:২৫ পূর্বাহ্ণ

মহামারীর মধ্যে ঢাকাই সিনেমার অচলাবস্থা কাটিয়ে ৪ সিনেমা মুক্তি পেয়েছিল ঈদে। এবার জুন মাসজুড়ে আরও ৬ সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজকপরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু জানান, ৩ জুন ‘আগামীকাল’, ১০ জুন ‘হৃদ মাঝারে তুমি’ ও ‘বিক্ষোভ’, ১৭ জুন ‘অমানুষ’, ২৪ জুন ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমা মুক্তি পাবে। এর বাইরে জুনে ‘তালাশ’ সিনেমাও মুক্তির কথা রয়েছে বলে জানান সিনেমার নির্মাতা সৈকত নাসির। খবর বিডিনিউজের।

নাট্য নির্মাতা অঞ্জন আইচের প্রথম সিনেমা ‘আগামীকাল’এ অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদসহ অনেকে। পরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় ‘হৃদ মাঝারে তুমি’ সিনেমায় অভিনয় করেছেন আইরিন।

শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শান্ত খান। অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করেছেন নিরব, মিথিলা, মিশা সওদাগরসহ আরও অনেকে।

পরিচালক কাজল কুমারের ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেছেন নবাগত জুটি মাহিয়ান চৌধুরী ও জয়। সৈকত নাসিরের ‘তালাশ’ সিনেমায় জুটি বেঁধেছেন বুবলী ও আজাদ আদর।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়র ফুটবল লিগের উদ্বোধন
পরবর্তী নিবন্ধঐশ্বরিয়া কত সম্পদের মালিক?