জুনের শুরুতে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার আশা তাসকিনের

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ দল সাত ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলতে যাবে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানে। এরই মধ্যে দেশে বাংলাদেশ ‘এ’ দলের সাথে সিরিজ খেলছে নিউজিল্যান্ড ‘এ’ দল। অথচ কোন দলেই নেই বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। ইনজুরি নিয়ে তিনি এখন সুস্থ হওয়ার আশায়। তবে আশা করা হচ্ছে জুনের শুরুতে পেসার তাসকিন আহমেদের ম্যাচে ফিরতে পারবেন। তেমনটি আশা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী। অ্যাচিলিস টেন্ডন সমস্যা নিয়ে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে যাওয়া তাসকিনের সাথে ছিলেন দেবাশীষ। সেখানে তাসকিনকে পর্যবেক্ষণ করেছেন গোড়ালির সার্জন এবং স্পোর্টস ফিজিওথেরাপিস্টরা। বিসিবির চিকিৎসক দেবাশীষ জানান, অস্ত্রোপচার ছাড়াই তাসকিনের চিকিৎসা চালিয়ে যাবার পরামর্শ দিয়েছে চিকিৎকরা। এজন্য জাতীয় দলের সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন হবে বাংলাদেশ দলের সেরা পেসার তাসকিনের। দেবাশীষ বলেন বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে তাসকিনের জন্য চিকিৎসা হচ্ছে রক্ষণশীল। অর্থাৎ অস্ত্রোপচারবিহীন চিকিৎসা সর্বোত্তম পদ্ধতি। পুনর্বাসন পরিকল্পনা এমনভাবে হবে যাতে ধাপে ধাপে তার ফিটনেস ফিরে আসে এবং টেন্ডনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। আমরা তার উন্নতির ব্যাপারে আশাবাদী। তিনি আরও বলেন সফলভাবে পুনর্বাসন হলে জুনের শুরুতে তাসকিনের ম্যাচ ফিটনেস ফিরে পাবার আশা করছি। বাংলাদেশ দলের সামনে অনেক সিরিজ রয়েছে। বলা যায় ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ দল সামনের দিনগুলোতে। সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের পর শ্রীলংকায় তিন ফরম্যাটের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। যেখানে দুটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে এবং তিনটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে। সে সিরিজে তাসকিনকে খুব বেশি দরকার হবে বাংলাদেশের।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে উপজেলা খেলোয়াড় সমিতি
পরবর্তী নিবন্ধবরমায় বিভিন্ন সংগঠনে মোহামেডানের ক্রীড়া সামগ্রী বিতরণ