জুনিয়র টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু ১ অক্টোবর থেকে

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের আসর ২০২২ সালে। ওয়েস্ট ইন্ডিজে বসবে সে আসর। যুবাদের সে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে নেমে পড়তে চায় বাংলাদেশ দল। এরই মধ্যে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্পে ৪৭ ক্রিকেটারের মধ্য থেকে অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল গঠন করেছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। তাদের নিয়েই আগামি ১ অক্টোবর থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি। অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্পের শুরুটা হয়েছিল ২৩ আগস্ট। যা চলে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই চার সপ্তাহে নিজেদের মধ্যে ৭টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন টাইগার যুবারা।
এখান থেকেই পারফরম্যান্স বিবেচনায় যুবাদের প্রাথমিক দলের সদস্যদের বেছে নেয়া হয়েছে। দলে রাখা হয়েছে ৩০ যুবাকে। তাদের নিয়ে ১ অক্টোবর বিকেএসপিতে শুরু হবে ন্যুনতম তিন সপ্তাহের স্কিল ট্রেনিং ক্যাম্প। আর এর মধ্য দিয়েই অনানুষ্ঠানিক যাত্রা শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট মিশনের।
সেই লক্ষ্যে চলতি মাসেই প্রাথমিক দলে ডাক পাওয়াদের কভিড টেস্ট করা হবে। এদিকে নবগঠিত দলের অনুশীলনে যোগ দিতে ইতোমধ্যেই কর্মস্থল ঢাকায় ফিরেছেন হেড কোচ নাভিদ নেওয়াজ ও ট্রেনার রিচার্ড স্টয়নার। নাভিদ নেওয়াজ ফিরেছেন ১৭ সেপ্টেম্বর। আর রিচার্ড ফিরেছেনে সোমবার রাতে। দুজনই কোয়ারেনটাইনে আছেন। এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের একটা প্রাথমিক স্কোয়াড হয়েছে। তাদের নিয়ে ন্যুনতম তিন সপ্তাহের একটি স্কিল ট্রেনিং ক্যাম্প করা হবে। চার সপ্তাহেরও হতে পারে। যদিও সেটা আরো কিছু সিদ্ধান্ত আছে তার ওপরে নির্ভর করছে।

পূর্ববর্তী নিবন্ধটাইগারদের প্রথম আনুষ্ঠানিক করোনা পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্টের সমালোচনাকারী চীনা ধনকুবেরের ১৮ বছর জেল