জুনিয়র চেম্বারের পিঠা উৎসব

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগং কসমোপলিটনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ‘স্নেহের আলিঙ্গন’ গত শনিবার অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় বড়পুল এলাকার ‘প্রচেষ্টা ইশকুলে’ সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগং কসমোপলিটনের নবনির্বাচিত সভাপতি আবু বকর শাহেদ (শান)।
সার্বিক সহযোগিতায় ছিলেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসমাইল (মুন্না)। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জালাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন বান্টি, ট্রেজারার জুনাইদ আহমেদ রাহাত, জেনারেল লিগ্যাল কাউন্সিল রাজু আহমেদ, ডিরেক্টর মোহাম্মদ মইন উদ্দিন, শাহাব উদ্দিন চৌধুরী, সদস্য ইমন বড়ুয়া, মুন্তাসিরুল আলম ও শাওফাত বিন হাবিব।
শীতবস্ত্র বিতরণের সময় সভাপতি আবু বকর শাহেদ (শান) শুভেচ্ছা বক্তব্যে, সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে এই ধরনের আরও কর্মসূচি করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগং কসমোপলিটনের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক দক্ষতা অর্জন বর্তমান সময়ে একটি নতুন ডিগ্রি
পরবর্তী নিবন্ধথেমে গেল নৃত্যগুরু বিরজু মহারাজের হৃৎস্পন্দন