শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টে এক ম্যাচে সেঞ্চুরি করেছেন দুই খুদে ক্রিকেটার। এস এস ক্রিকেট একাডেমির মাহরাজুল ইসলাম এবং আশফার আহমেদ করেছে সেঞ্চুরি। এই দুই ক্রিকেটারের সেঞ্চুরিতে তাদের দল জিতেছে ২১৫ রানের বিশাল ব্যবধানে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে এস এস একাডেমি হারিয়েছে ব্রাইট ক্রিকেট একাডেমিকে। এর আগে দিনের প্রথম ম্যাচে জুনিয়র ক্রিকেট একাডেমি ৫৮ রানে হারিয়েছে ইস্পাহানী ক্রিকেট একাডেমিকে।
দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা জুনিয়র ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে । দলের পক্ষে ইশরাক মাহমুদ ৫৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে করে অপরাজিত ৮৬ রান। এছাড়া আয়ান ১৮, অভিরুপ ১৬ এবং অর্ঘ্য করে ১৪ রান। ইস্পাহানী ক্রিকেট একাডেমির পক্ষে একটি করে উইকেট নিয়েছে আয়ান, আবরার এবং মোহাইমেনুল। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইস্পাহানি ক্রিকেট একাডেমি ১৫.৫ ওভারে ৯৫ রানে অল-আউট হয়ে যায়। দলের পক্ষে আয়ান ১৫, সোবহান ১১, জাহেদুল ১১ এবং ইন্তেসার করে ১০ রান। জুনিয়র ক্রিকেট একাডেমির পক্ষে হাসানুজ্জামান ২৬ রানে ৪ উইকেট লাভ করে। এছাড়া দুটি করে উইকেট নিয়েছে অভিজিৎ চৌধুরী ও কাজী মো. তাসনীম। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের ইশরাক মাহমুদ। তার হাতে পুরস্কার তুলে দেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা এস এস ক্রিকেট একাডেমি রান উৎসবে মাতে মাহরাজুল এবং আশফারের ব্যাটে। ১৯ রানে দুই ওপেনারকে হারালেও মাহরাজুল এবং আশফার গড়ে ২৪৯ রানের জুটি গড়ে। চার আর ছক্কার বৃষ্টি ঝরিয়েছে এই দুই খুদে ক্রিকেটার। দুজনই তুলে নিয়েছে সেঞ্চুরি। আর তাদের দল এস এস ক্রিকেট একাডেমি গড়ে ২৬৮ রানের বিশাল পাহাড়। মাহারাজুল ইসলাম অপরাজিত থাকে ১০২ রানে। তার ৪৬ বলের ইনিসংটিতে ১২টি চার এবং ৫টি ছক্কার মার ছিল। আর আশফার আহমেদ অপরাজিত ছিল ১১১ রানে। তার ৬০ বলের ইনিংসটিতে ১৪টি চার এবং ৬টি ছক্কার মার ছিল। ব্রাইট ক্রিকেট একাডেমির পক্ষে একটি করে উইকেট নিয়েছে নুরুল মোস্তফা এবং আনামুল ইসলাম। ২৬৯ রানের বিশাল টার্গেট। আর সে টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ব্রাইট ক্রিকেট একাডেমি।
বিশেষ করে মারুফের বোরিং তোপের মুখে পড়ে ১৩.৩ ওভারে মাত্র ৫৩ রানে অল আউট হয়ে যায় ব্রাইট ক্রিকেট একাডেমি। দলের পক্ষে একজন মাত্র ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পেরেছে। ১৫ রান করে অপরাজিত থাকে ইনিংস ওপেন করতে নামা গোলাম মোস্তফা। বাকিরা সবাই কেবল আসা যাওয়া করেছে। অতিরিক্ত থেকে আসে ১১ রান। এস এস ক্রিকেট একাডেমির পক্ষে মারুফ মাত্র ৩ রানে নিয়েছে ৪ উইকেট। ২টি উইকেট নিয়েছে আশফার। একটি করে উইকেট নিয়েছে প্রাচুর্য, অনন্যা এবং মুক্তাদির। বিজয়ী দলের আশফার আহমেদ ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য জি এম হাসান।