জুনিয়র এশিয়া কাপ হকির টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমানের মাসকাটে অনুষ্ঠানরত এএইচএফ কাপ অনূর্ধ্ব–২১ হকি টুর্নামেন্টে পরপর দুই ম্যাচ জিতে বাংলাদেশ কেবল সেমিফাইনালই নিশ্চিত করেনি, সেই সঙ্গে নিশ্চিত করেছে জুনিয়র এশিয়া কাপের টিকিটও। বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংকে ৪–০ গোলে ও দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১৪–০ গোলে পরাজিত করেছে।
আজ সোমবার গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ। ৮ দেশের এই টুর্নামেন্টের শীর্ষ ৪ দল খেলবে এ বছর অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে। ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে বাংলাদেশ ও উজবেকিস্তান এই যোগ্যতা অর্জন করেছে।