জুনিয়র এবং বন্দর একাডেমি দল জয়ী

চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত চট্টগ্রাম বন্দর কাপ অনূর্ধ্ব১২ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল সোমবারের খেলায় জয় পেয়েছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (বি) এবং চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল। বন্দরের শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (বি) দল ৯ রানে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে জুনিয়র ক্রিকেট একাডেমি বল করার সিদ্ধান্ত নেয়। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১০৪ রান করে। জবাবে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি (বি) দল ১ উইকেট হারিয়ে ১০৫ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে। জুনিয়র ক্রিকেট একাডেমি (বি) দলের আয়ান ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল ইন্সট্রাক্টর জামাল উদ্দিন আহাম্মদ ।

দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল ৫ উইকেটে ইস্পাহানী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল বল করার সিদ্ধান্ত নেয়। ইস্পাহানী ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৩ রান সংগ্রহ করে। জবাবে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল ৫ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে নেয়। দলের মোবাশ্বির হুদা ম্যাচ সেরাও নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সুলতান মাহমুদ খান শাহীন ।

পূর্ববর্তী নিবন্ধইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধঅনি স্মৃতি আন্তঃস্কুল টেবিল টেনিস টুর্নামেন্টের সমাপনী