জুনিয়র এবং ইস্পাহানী ক্রিকেট একাডেমি জয়ী

শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত শেখ রাসেল অণূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি এবং ইস্পাহানী ক্রিকেট একাডেমি। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্টিত গতকালের দিনের প্রথম ম্যাচে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি ৯ উইকেটে ব্রাইট ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে ইস্পাহানী ক্রিকেট একাডেমি ৪ উইকেটে এস এস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা ব্রাইট ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে একজন মাত্র ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পেরেছে। ১৭ রান করেছে নুরুল মোস্তফা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান আসে অতিরিক্ত থেকে। জুনিয়র ক্রিকেট একাডেমির পক্ষে ২টি করে উইকেট নিয়েছে হাসানুজ্জামান, প্রাঞ্জল এবং অভিজিত। একটি করে উইকেট নিয়েছে ইশরাক, তাসনিম এবং আদনান। জবাবে ব্যাট করতে নামা জুনিয়র ক্রিকেট একাডেমি মাত্র ৫.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ১৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকে মিষ্টু। ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকে ইশরাক। বিজয়ী দলের অর্ঘ্য চৌধুরী মিষ্টু ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে এস এস ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রানের বিশাল সংগ্রহ দাড় করায় এস এস ক্রিকেট একাডেমি। দলের পক্ষে আইয়ুব ২৫ বলে ৩৪, আশফার ২৪ এবং মারুফ করে ১৮ রান। অতিরিক্ত থেকে আসে ২১ রান। ইস্পাহানী ক্রিকেট একাডেমির পক্ষে ২১ রান ৩ উইকেট নেয় আলি আয়ান। একটি করে উইকেট নিয়েছে অমিত, অপি এবং তৌহিদুল। জবাবে ব্যাট করতে নামা ইস্পাহানী ক্রিকেট একাডেমি ১৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে অমিত ১৯, এহসান ১৭, জাহিদুল অপরাজিত ২২ এবং ফায়াজ আবরার করে ১৮ রান। এস এস ক্রিকেট একাডেমির পক্ষে একটি করে উইকেট নিয়েছে আশফার, মারুফ, অনুরাগ, অনন্য এবং মুক্তাদির। বিজয়ী দলের আলি আয়ান ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস নির্বাহি সদস্য মোহাম্মদ ইউসুফ।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন শ্রীরাম
পরবর্তী নিবন্ধরুশদির ওপর হামলা সমর্থনযোগ্য নয় : ইমরান খান