জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

| শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সমপ্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে বাচ্চাদের পোশাক ও ঈদ নাস্তা প্রদান করা হয়। এ বিশেষ আয়োজনে অংশগ্রহণ করেন সেই সকল শিশু বা বাচ্চারা যারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন না। টিম জুনিয়র তাদের জন্য ঈদের আনন্দ এবং খুশির মেজাজ তৈরি করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ শিহাব হাসান এবং সভাপতিত্ব করেন জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মীর সাজ্জাদ হোসেন এবং জুনিয়র ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফি খান। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ঈদ আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সমপ্রীতি নিয়ে আসুক। আমরা প্রতি বছর চেষ্টা করি, এসব শিশুর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, যাতে তাদের জীবনেও ঈদের খুশি আসে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ নাঈম, ওয়াহিদ সাদেক, সহ সাংগঠনিক সম্পাদক এস এম গিয়াস উদ্দিন, সহ অর্থ সম্পাদক খাদিজাতুল কোবরা, নারী বিষয়ক সম্পাদক সুমি আক্তার, মোছাম্মৎ আকলিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী কৃষকদের স্বীকৃতি এখন সময়ের দাবি
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে প্লাস্টিক বর্জনে সচেতনতামূলক সাইক্লিং