হাটহাজারীতে হেফাজত ইসলামের সাবেক আমীর ও হাটহাজারী মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) স্মারক প্রকাশনা পরিষদের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার হাটহাজারী ডাক বাংলো চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক।
আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মুসলিম উম্মাহর দুর্দিনের রাহবার উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের অবস্থান কর্মসূচিতে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে তার লেলিয়ে দেয়া পেটোয়া বাহিনী যখন সরাসরি গুলি করছিল তখনও তিনি সরাসরি মঞ্চে উপস্থিত ছিলেন। নির্ভীকভাবে পুরো ঘটনাপ্রবাহে তিনি ছিলেন অবিচল। শাপলা চত্বর গণহত্যা পরবর্তী সময় এক শ্রেণির নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ ও সমঝোতার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু ওই সময়টাতেও জুনায়েদ বাবুনগরী (রহ.) ছিলেন ব্যতিক্রম। তিনি ছিলেন জালিমের বিরুদ্ধে সরব, প্রতিবাদমুখর ও আপসহীন।












