ময়মনসিংহে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে হত্যার অভিযোগে ‘উচ্চশিক্ষিত’ তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ফেলে যাওয়া গেঞ্জি ও জুতার চিহ্ন ধরে’ তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম জানান। খবর বিডিনিউজের।
গত ২ নভেম্বর কিশোরগঞ্জের হোসেনপুর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মো. সুলতান উদ্দিন সুলতু মিয়ার ছেলে অটোরিকশা চালক মোশাররফ হোসেন (২৪) খুন হন। এর তিন দিন পর সুলতান উদ্দিন অজ্ঞাত আসামির বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা করেন। পুলিশ কর্মকর্তা রায়হানুল বলেন, ঘটনার তদন্তে নেমে পুলিশ খুনির ফেলে যাওয়া একটি গেঞ্জি ও একটি জুতা উদ্ধার করে নান্দাইল উপজেলার নধী হাজীপুর আমের মোরাটি বাজার এলাকা থেকে। ওই এলাকায় মোশাররফকে ছুরি মেরে হত্যা করা হয়। এই গেঞ্জি ও জুতার উৎস খুঁজতে গিয়ে খুনির খোঁজ পায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নান্দাইল উপজেলার মো. শাহজাহান সিকদার ওরফে বাচ্চু মিয়ার ছেলে মো. শাহ জালাল সিকদার (২৫), মো. উজ্জ্বল মণ্ডলের ছেলে মো. শান্ত মণ্ডল (২০),আব্দুল বারিকের ছেলে মো. আশরাফুল ইসলাম ওরফে মানিক (২৫) ও মো. সোহরাব উদ্দিনের ছেলে মো. মনির উদ্দিন (২৬)। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা রায়হানুল।