চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ৫ দিনব্যাপী ‘জুট প্রোডাক্টস প্রোডাকশন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান গত ১৩ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) নাসিম ফারহানা শিরিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি এস ইউ হায়দার। উপস্থিত ছিলেন চেম্বার ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান ও লুৎমিলা ফরিদ, পরিচালক রুহি মোস্তফা, পরিচালক আমিনা শাহীন, বাংলাক্রাফট পরিচালক আশরাফুর রহমান, ট্রেজারার মোহাম্মদ জুল হোসাইন জনি, পরিচালক মো. রফিকুল ইসলাম ও মো. আবুল কালাম আজাদ। শেষে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ৩১ জন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












