জুটিবদ্ধ ইয়াশ-পারসা!

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

নতুন বছরে দর্শকদের নতুন কনটেন্টের চমক দিতে প্রস্তুত হইচই। বিশেষ করে, আসন্ন মুক্তির মাধ্যমে তারা ১ ঘণ্টার এক নতুন ফিল্ম ফরম্যাট চালু করতে যাচ্ছে। হইচই অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। খবর বাংলানিউজের।

এরই মধ্যে হইচই সকল সামাজিকমাধ্যমে সিনেমার নাম, পরিচালক ও নতুন জুটির নাম প্রকাশ করেছে। আধুনিক নগরজীবনের প্রেম, মানঅভিমান আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই রোমান্টিককমেডি ঘরানার ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা রেজাউর রহমান। হইচইতে এটাই প্রথম কাজ হতে যাচ্ছে পরিচালকের।

এখন অব্দি হইচইতেমূলত বড় দৈর্ঘ্যর কনটেন্ট বা সিরিজই দেখে এসেছে দর্শক। তবে নতুন বছর থেকে ১ ঘণ্টা ব্যাপ্তির সিনেমাও দেখতে পারবে দর্শক। ‘একসাথে আলাদা’এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয়মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা। এই জুটিকেও একসাথে হইচইএর পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের, আর এই ফিল্মে তাদেরকে একদম নতুন ও সময়পোযগী অবতারে দেখা যাবে।

সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই। পরিচালক রেজাউর রহমানের আগে সমসাময়িক গল্পের জন্য প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী পারসা ইভানা বলেন, এই চরিত্রটি আমার আগের কাজগুলো থেকে বেশ আলাদা। রোমান্টিক কমেডি হলেও এর ভেতরে অনেক সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি চেষ্টা করেছি পর্দায় সেই ম্যাজিকটা ফুটিয়ে তুলতে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধনাম বদলে ইউটিউবে মিথিলার সিনেমা