জুজুৎসু ওপেনে রৌপ্য পদক পেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত প্যারিস জুজুৎসু ওপেনে গ্র্যান্ড প্রিঁ চ্যাম্পিয়নশিপে রৌপ্য পেয়েছে বাংলাদেশ। ২০ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ রৌপ্য জিতেছে জুজুৎসু সো মিশ্র ইভেন্টে। বাংলাদেশের দুই প্রতিযোগী আরেফুর রহমান সুমন ও রুমী আক্তার মুন্নী ফাইনালে এক পয়েন্টের ব্যবধানে হেরে গেছেন অস্ট্রিয়ার দুই প্রতিযোগির কাছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল ৩ সদস্যের দল।

দুই ক্রীড়াবিদের সঙ্গে কোচ হয়ে ফ্রান্স গিয়েছিলেন বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা বুধবার ফ্রান্স থেকে দেশে ফিরেছি। প্রতিযোগিতায় আমাদের ৬ জন খেলোয়াড়ের অংশ নেওয়ার কথা ছিল। তবে চারজন ভিসা না পাওয়ায় দুইজন গিয়েছিলেন। সেখানে একটি ইভেন্টেই অংশ নেই আমরা। ৩২ দেশের ৩৩৭ জন প্রতিযোগি অংশ নিয়েছেন এই চ্যাম্পিয়নশিপে’।

পূর্ববর্তী নিবন্ধএলপিএলের ড্রাফটে তিন বাংলাদেশি
পরবর্তী নিবন্ধবাফুফে ইস্যু: ক্রীড়ামন্ত্রীকে সাবেক তারকাদের চিঠি