জুঁইদন্ডি ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অভিযোগ

চেয়ারম্যান বললেন, অভিযোগ ভিত্তিহীন

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

আনোয়ারার ১১ নং জুঁইদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন পরিষদের ৯ ইউপি সদস্য। তবে চেয়ারম্যান এসব অভিযোগ অস্বীকার করেছেন।

৯ ইউপি সদস্য তাদের অভিযোগ লিখিতভাবে স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন বলে জানান। অভিযোগ দায়েরকারীদের মধ্যে ১ নং ওয়ার্ডের মো. আবছার, ২ নং ওয়ার্ডের নুর নবী, ৩ নং ওয়ার্ডের কফিল উদ্দীন বাবু, ৪ নং ওয়ার্ডের মো. মিয়া, ৫ নং ওয়ার্ডের ইমরানুল হক চৌধুরী রনি, ৯ নং ওয়ার্ডের মো. মুফিজ; , ২ ও ৩ ওয়ার্ডের রুবি আক্তার; , ৫ ও ৬ ওয়ার্ডের শারমিন হক শেপু, এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের রুবিনা আকতারের নাম রয়েছে। এ ঘটনা নিয়ে গতকাল সোমবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষের সমর্থকেরা পক্ষেবিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছেন।

অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য ইমরানুল হক চৌধুরী রনি বলেন, গত দুই বছরে আমরা ইউপি সদস্যরা পরিষদে দায়িত্বশীল ভূমিকা পালন করলেও চেয়ারম্যান আমাদের সাথে অসদাচরণ করেছেন। এলাকার উন্নয়নে আমাদের প্রাপ্য অনুসারে বরাদ্দ দেয়া হয় না। এমনকি সরকারি সুবিধাভোগীদের তালিকা প্রণয়নেও আমাদের প্রাপ্য কোটা অনুযায়ী বরাদ্দ দেয়া হয় না। এসব কিছুর তালিকা তিনি তার ব্যক্তিগত পছন্দের লোক দিয়ে করাতেন। আমরা এসবের প্রতিবাদ করলে আমাদের হুমকিধমকি দেয়া হতো। তাই বাধ্য হয়ে আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছি।

এ ব্যাপারে জুঁইদন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগে যে ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষর দেখানো হয়েছে তার মধ্যে ৪ জন সদস্য স্বাক্ষর দেননি বলে আমাকে জানিয়েছেন।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি আমার নামে কোনো উন্নয়ন বরাদ্দ বা প্রকল্প নিইনি। সেখানে দুর্নীতির প্রশ্ন আসবে কী করে? আমি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করিনি। সরকারি নিয়ম অনুযায়ী স্বচ্ছভাবে পরিষদ পরিচালনা করে আসছি। সব অভিযোগ কাল্পনিক।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, এ ব্যাপারে একটা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করব। তদন্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে কফি চাষে সাফল্য
পরবর্তী নিবন্ধসন্তানরা বললেন হত্যাকাণ্ড, পিতার বিরুদ্ধে অভিযোগ