জীবিকার তাগিদে নয়, চাষীরা রাষ্ট্রের খাদ্য চাহিদা মেটাতে চাষাবাদ করে

পেকুয়ায় চাষি ও জেলেদের জীবন নিয়ে আলোচনা সভায় বক্তারা

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় জলবায়ু ন্যায় বিচারের দাবিতে লবণ, পান চাষি ও জেলেদের জীবন ও জীবিকা সংকটের সমাধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ পেকুয়ায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাড়ি মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আন্তর্জাতিক পরিবেশবাদি সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে বক্তব্য দেন, ধরা’র কেন্দ্রীয় কমিটির প্রচার সমন্বয়কারী মামুন কবির।

পরিবেশ কর্মী জালাল উদ্দীনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী, ইউথ অ্যাকশনের চেয়ারম্যান মুসলিম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন, সমাজকর্মী এম আজম উদ্দিন, উজানটিয়া লবণ চাষী জাফর আলম, আবদুল হাকিম, আজিম উদ্দিন, কৃষক নুরুল হোসাইন, ছাত্র প্রতিনিধি জিহাদুল ইসলাম জিহাদ, সুমাইয়া আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, আমাদের কৃষিজীবী শ্রমজীবী মানুষেরা শুধু জীবিকার তাগিদে চাষাবাদ করে না তাঁরা রাষ্ট্রের খাদ্য চাহিদা মেটাতে চাষাবাদ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি জমি ও লবণ চাষের জমিতে দিন দিন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে স্থাপনা নির্মাণের ফলে লবণ চাষিদের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে।

লবণ উৎপাদনে চাষিরা রাষ্ট্রের চাহিদা পূরণ করলেও সংশ্লিষ্ট দপ্তর তাদের চাহিদা পূরণে উদাসীন, বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করে চাষিরা লবণের ন্যায্যমূল্য পাওয়ার দাবি করেন। সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক ও পরিবেশকর্মী, লবণ চাষি, পান চাষি এবং জেলেদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই অর্থনৈতিক অঞ্চলের পরিবেশ রক্ষায় ১৩ সুপারিশ
পরবর্তী নিবন্ধশিক্ষার হার বাড়লেও, বাড়েনি শিক্ষার মান : মেয়র শাহাদাত