জীবপ্রযুক্তি থিসিস উপস্থাপন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চবি

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনোলজিস্টস অফ বাংলাদেশ প্রথমবারের মত আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জীবপ্রযুক্তি থিসিস উপস্থাপন প্রতিযোগিতা। গতকাল শুক্রবার কেন্দ্রীয় কঁচিকাচার মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে সেরা ৭ জন প্রতিযোগী তাদের থিসিস উপস্থাপন করেন। এখানে ক্যান্সার রোগ নির্ণয়ের নতুন পদ্ধতি, অটিজম শনাক্তকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, কারখানার রংয়ের উৎপাদনে, ডায়রিয়া, খাদ্যদূষণ ও খাদ্যনিরাপত্তা ইত্যাদি বিষয়ে জীবপ্রযুক্তির ব্যবহার নিয়ে তাদের থিসিস উপস্থাপনা করেন, আহমেদ জুবায়ের (খুবি), সাইফুল্লাহ জামিল (ঢাবি), মোহাম্মদ আল বিরুনী (চবি), তানজিন বরকতউল্লাহ (সিকৃবি), সানবিন সামিন (জাবি), মো. ইমতিয়াজ (যবিপ্রবি) এবং মাহমুদা হক (ব্র্যাক বিশ্ববিদ্যালয়)। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিজ্ঞানী ড. মোহাম্মদ জিয়াউর রহমান, জাবির অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ঢাবির শিক্ষক ড. মিরাজ কোবাদ চৌধুরী, চবি শিক্ষক ড. আদনান মান্নান, জবি শিক্ষক ড. মো. জাহিদ হাসান এবং ড. হামিদ হোসেন। নির্দেশনায় ছিলেন যুক্তরাষ্ট্রের জিনবিজ্ঞানী ড. আবুদুল মহিন সজীব এবং ইখতিয়ার জাহিদ। প্রতিযোগিতায় জিন প্রকৌশল ব্যবহারে অটিজম রোগ নির্ণয়ের থিসিস উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়ে ‘মুনিরা বকুল বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড’ পায় চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মোহাম্মদ আল বিরুনী। এছাড়া মশক নিধনের নতুন প্রযুক্তি নিয়ে রানার্সআপ হয় সিকৃবির তানজিন বরকতউল্লাহ। তৃতীয় স্থান পায় আহমেদ জুবায়ের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপউপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। স্বাগত বক্তব্য দেন, এনওয়াইবিবির সহসভাপতি রাগিব মুত্তাকী। বক্তব্য দেন, এনআইবিবির সাবেক সভাপতি আরিফ খান। আয়োজনে সহযোগিতায় ছিল ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকিউলার এপিডারমিওলজি রিসার্চ গ্রুপ ও সিসিআরটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে পুরকৌশল বিভাগের কনস্ট্রাক্টিভ আড্ডা
পরবর্তী নিবন্ধসংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না