জীবন হলো অন্যতম শিক্ষা ক্ষেত্র

সিমলা চৌধুরী | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

প্রতিনিয়ত ঘটে যাওয়া জীবনের ঘটনাগুলো আমাদের শিক্ষা দিয়ে যায় জীবন চলার পথে আমরা অনেক সময় এমন কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হই সে ঘটনাগুলো অমূল্য হয়ে রয়। যে ঘটনাগুলোর জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না। এই অপ্রীতিকর অমূল্য ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে এমন ভাবে চলতে হবে যেন এগুলো আমরা কখনো ভুলে না যায়। অথবা দ্বিতীয়বার যেন এই অমূল্য ঘটনাগুলোর সম্মুখীন হতে না হয়। আর যদি আমরা এই ঘটনাগুলো ভুলে যায় তাহলে আমরা হব সবচেয়ে বোকা মানুষ। জীবনে চলতে গেলে নেতিবাচক ও ইতিবাচক অনেক ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় ঘটে। নেতিবাচক ব্যক্তিদের এড়িয়ে চলায় শ্রেয় এদের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সব সময় ইতিবাচক ব্যক্তিদের সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে কারণ এ ধরনের মানুষ জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেন এবং উৎসাহিত করেন। অনেক সময় আমরা সব কাজে সফলতা পায় না তাই বলে এটা ভাবা উচিত নয় যে এখানে আমি শেষ বা আমাকে দিয়ে কিছু হবে না। এক্ষেত্রে ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকেই মনে করে আমি ডুবে গেছি এরকম না ভেবে সেখান থেকেই সফলতার নতুন বীজ বহন করতে হবে। মানুষের জীবনে চলার পথ মোটেও কুসুমাস্তীর্ণ নয়। জীবনে উত্থান পতন থাকবেই। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগানো মানুষের সবচেয়ে বড় শক্তি। এটাকে কাজে লাগিয়ে এবং পরিশ্রমের দ্বারা একজন মানুষ সফলতার পথে অনেক দূর এগিয়ে যেতে পারে। জীবন আমাদের যে শিক্ষা দেয় এই শিক্ষা গ্রহণ করতে জানলে জীবনের চলার পথে অনেক বাধাই অনায়াসে অতিক্রম করা যায়।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার সৌন্দর্য
পরবর্তী নিবন্ধকৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন চর্চা