মানুষের জীবন রক্ষা, সম্পদ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে অধিকহারে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেছেন, কার্বন ডাই অক্সাইড শোষণ এবং অক্সিজেন ত্যাগ করে বৃক্ষই আমাদের বাঁচিয়ে রাখতে সহায়তা করে। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন যা আমরা গাছ থেকে পাই, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে।
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে সম্প্রতি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই), পটিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। উদ্বোধন ঘোষণা করেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। ক্লাবের প্রেসিডেন্ট নাসিমা আখতারের সভাপতিত্বে সূচনা বক্তব্যে ক্লাবের অতীত সুপারস্টার প্রেসিডেন্ট, বর্তমান কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গভর্নরস প্রায়োরিটি প্রজেক্টস্ অনুযায়ী চট্টগ্রামের পটিয়াতে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো।
ক্লাব সেক্রেটারী লেখক–সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন–পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল আলম, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারী সাংবাদিক আব্দুল হাকিম রানা, পিটিআই–পটিয়ার সুপারিনটেনডেন্ট শামশুল আহসান, সহকারী সুপারিনটেনডেন্ট ছবি রানী নাথ, ইন্সট্রাক্টর (কৃষি) মো: আব্দুর রহিম, ক্লাব এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব চন্দ্র দাস জয়, পিপি রোটারিয়ান কামরুল ইসলাম, পিপি লে. কর্নেল (অব.) জয়নুর রশীদ, ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান মিজানুর রহমান প্রমুখ। পরে নেতৃবৃন্দ বিপুল পরিমাণ বনজ ও ফলদ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।
নৌ স্কাউটস : চট্টগ্রাম জেলা নৌ স্কাউটসের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০ টায় নগরীর ২নং নাবিক কলোনি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার জাকারিয়া পারভেজ, প্রিন্সিপাল নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা নৌ রোভার মুক্ত গ্রুপের গ্রুপ সভাপতি মো. মূসা। এতে আরো উপস্থিত ছিলেন জেলা কাব স্কাউট লিডার মাহবুব খান, হাসিনা সুলতানা (ইউনিট লিডার), মো. সাইফুল, সৈকত দাশ, সৈয়দ মোহাম্মদ আলমগীর, নোবেল দাস, মো. নুরুল আলম রুবেল, মো. রাসেল, সিনিয়র রোভার মেট কৌশিক মিত্র প্রমুখ।
গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট : বোয়ালখালীতে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম শাখার আয়োজনে গতকাল বিকেলে উপজেলার জ্যৈষ্ঠপুরা ফতেয়ারখীল আশ্রয়ন প্রকল্প ও কড়লডেঙ্গা আশ্রয়ন প্রকল্পে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২টি আশ্রায়ন প্রকল্পের প্রায় ১২০ পরিবারের মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ওষুধি গাছের প্রায় ১ হাজার চারা বিতরণ করা হয়। গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি ফজলে রাব্বি সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যমুনা টিভির সিনিয়র প্রডিউসার মোহাম্মদ তারেক। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জুয়েল নাথ বাপ্পু, চট্টগ্রাম মহানগরের সহ–সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এডভোকেট মো. সাদ্দাম হোসেন, মিথুন, রাসেল, রুবেল, সৈকত, বিজয়সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।












