জীবন যুদ্ধে হেরে গেলেন যুবক শুক্কুর

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

হাসপাতালের বেডে প্রাণপণ জীবনের সাথে অবিরাম যুদ্ধকরে শেষ পর্যন্ত হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া যুবক আব্দুস শুক্কুর (৪৫)গতকাল বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। এদিকে স্থানীয় ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি দ্রুতগতির একটি প্রাইভেটকার সীতাকুণ্ড বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টাবাজার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যুবক আব্দুস শুক্কুরসহ দুইজন ঘটনাস্থলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালে তার অবস্থার ক্রমশ অবনতি ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করালে আইসিইউতে ৯ দিন জীবনের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। নিহত যুবক শুক্কুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর গ্রামের ছবির আহম্মেদ মেম্বার বাড়ির বাসিন্দা মোঃ আবুল সবুরের ছেলে। তাঁর ছোট ২টি সন্তান রয়েছে বলে জানান নিহতের বড় ভাই মোঃ আব্দুল গফুর।

তিনি বলেন, আমার ভাই সড়ক থেকে অনেক অনেক দূরে দাড়িয়েছিল। তার পরেও প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আমার ভাইকে চাপা দেয়। এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ জসিম বলেন, ঘটনার পর কার চালককে আটক করা হয়ে ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেক্সি থেকে বিদেশী পিস্তলসহ চালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশিক্ষক নাছির উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ