তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, জীবন বদলাতে কারিগরি শিক্ষা। বর্তমানে সব জায়গায় অভিজ্ঞ ও দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা। সুতরাং সহজেই এ বহুমুখী ক্যারিয়ারে প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। কারিগরি শিক্ষায় শিক্ষিতদের চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয় না। বরং অনেক ক্ষেত্রে মানুষ তাঁদের পিছনে ঘুরে।
বৃহস্পতিবার (৫ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি (ভোকেশনাল) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ রুবেল সিকদার।
উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি সুমঙ্গল মুৎসুদ্দী। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আসলাম খান। সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান।
পুনর্মিলনী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক রহিম উদ্দিন সিকদার, মোসলেম উদ্দিন, নাসির উদ্দিন, প্রাক্তন শিক্ষক খোরশেদ আলম, অমলেন্দু ধর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য জাফর ছালেক সিকদার, প্রাক্তন শিক্ষার্থী শেখ ওসমান গনি, পিপলুশীল বড়ুয়া, মো. সাইফুল্লাহ, ওমর ফারুক, মো. শহীদুল ইসলাম, মো. বেলাল প্রমুখ।
এরআগে বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।