সংকীর্ণতাকে উড়িয়ে দিয়ে;
আকাশের বিশালতাকে ধারণ করে,
উপরে ওঠো।
উপরে ওঠো,
নীচের সিড়িঁগুলো অক্ষত রেখে,
দাম্ভিকতাকে জানাও বিদায়;
অতঃপর উপরে ওঠো।
নইলে খুঁজে পাবে না,
নিজের অস্তিত্ত্বকে;
সুকর্মকে পুঁজি করে,
খ্যাতি অর্জনে বাধা নেই;
কোনো বাধা নেই।
দুলাল বড়ুয়া | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ