জীবন ও মৃত্যু

কামরুন ঋজু | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

কখনও নীরবে নিঃশব্দে,

কখনও বা বিকট রূপে

আচমকা দেয় হানা

জীবনের বেলাভূমে,

মৃত্যুর ফাঁদ পাতা সবখানে।

কোথায়, কখন, কীভাবে

জানে না কেউ; শুধু এটাই জানে

মৃত্যু অনিবার্য।

শত ব্যস্ততার মাঝেও

বলা নেই কওয়া নেই

মৃত্যুদূত অকস্মাৎ দেয় হানা,

ছটফট করতে করতে

ওড়ে যায় খাঁচার পাখিটি

দেহ খাঁচাটি পড়ে থাকে

জীবনের পরিত্যক্ত বেলাভূমে!

দুনিয়ার এই জলসা মহল ছেড়ে

সবাইকে যেতে হবে একদিন;

তবু জীবন নিয়ে মানুষের

কেন এতো আয়োজন?

পূর্ববর্তী নিবন্ধপাখির গল্প
পরবর্তী নিবন্ধএই শহর