জীবন আগের মতোই যাচ্ছে : শবনম ফারিয়া

| শনিবার , ৯ জানুয়ারি, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। একাধিক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বড়পর্দাতেও অভিষেক হয়েছে তার। অনম বিশ্বাসে আলোচিত ‘দেবী’ সিনেমায় দেখা গিয়েছিল ফারিয়াকে। মুক্তির পর তার অভিনয়ের প্রশংসা করেছেন সকলে। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের মধ্যে ছিলেন ফারিয়া। সব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। সাময়িক বিরতি শেষে লাইট-ক্যামেরার সামনেও ফিরেছেন এ অভিনেত্রী। এরই মধ্যে শেষ করেছেন একাধিক কাজ।
জীবন কেমন চলছে? গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, ‘আমার জীবনে কোনো পরিবর্তন আসে নাই। জীবন আগের মতোই যাচ্ছে। অনেক সময় থাকে, সময়গুলো পরিবর্তন হয়। আমার জীবনে সময় পরিবর্তন হলেও জীবনে কোন পরিবর্তন আসে নাই।’ প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লিখেয়েছেন ফারিয়া। ‘আমার আইন আমার অধিকার’ শিরোনামের অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করবেন তিনি। নতুন করে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি উল্লেখ করে ফারিয়া বলেন, ‘সামনে ভালো খবর দেব। আপাতত তা সারপ্রাইজ হিসেবে থাকুক।’

পূর্ববর্তী নিবন্ধকলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধনে শাহরুখ-মমতা
পরবর্তী নিবন্ধলম্বা বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন আজিজুল হাকিম