এক নিয়মে জীবন চলতে চলতে অভ্যাস হয়ে যায়। প্রতি দিন সকালে উঠে সকালের কাজ শেষ করা, সবাইকে ঠিক মতো পরিচালনা করা, সবার ইচ্ছে মতো নিজেকে গড়ে তোলা, সারাদিনের ব্যস্ততায়, সবকিছুর মাঝে ক্লান্ত মস্তিষ্কে সারাক্ষণ তোমার কথাই মনে পড়া, ইত্যাদি পরিশেষে তোমার অবহেলা সহ্য করা, সব ক্লান্তির শেষে হতাশা অনুভব করা, তোমার সাথে কথা না বলে প্রতিটা মুহূর্ত কাটিয়ে দেওয়া, কিছু মন খারাপের কথা বলতে গিয়ে, বলতে না পারা, এসব কিছু যেন আজকাল খুব সহজেই মেনে নিতে পারা, আর এই মেনে নিতে নিতে কোনো এক দিন সবটা যেনো অভ্যাসে পরিণত হয়ে যাওয়া টা, আমি নিজেই বুঝতে পারিনি। ঠিক তেমনি করে এই আমি, তুমিটাকেও ভুলতে শুরু করবো। তোমার মায়াটাকেও কাটিয়ে ফেলবো ওই অভ্যাসের দ্বারা!