জীবন্মৃত মানুষের গল্প বলবেন মেয়েটি

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বাস ভর্তি মানুষ। তাদের সামনে থেকে কয়েকজন যুবক একটি মেয়েকে টেনেহিঁচড়ে নামিয়ে নিয়ে যায়। কিন্তু কেউ কোনোরকম প্রতিবাদ করে না। পরে গ্যাং রেপ করে ছেড়ে দেয় মেয়েটিকে। এক ঘণ্টা পর মেয়েটি ফিরে এসে দেখে, বাস ভর্তি মানুষ তখনো বসে আছে। মেয়েটি বাস চালিয়ে নিয়ে একটি খাদে গিয়ে পড়ে। ২০১২ সালে এমন একটি ঘটনা ঘটেছিল চীনে। এ ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য গার্ল’। মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন টিউলিপ চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রণব ঘোষ, মাহাদী মিঠু প্রমুখ। এটি পরিচালনা করেছেন কিশোর মাহমুদ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানোর পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

পূর্ববর্তী নিবন্ধএ বছর চলচ্চিত্র পুরস্কারের জন্য লড়বে ১৪ সিনেমা
পরবর্তী নিবন্ধগলুইয়ের শুটিংয়ে টাঙ্গাইল যাচ্ছেন তারা