জীবনে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে শিক্ষা

দৃষ্টির ছায়া জাতিসংঘ কর্মশালায় সাফিয়া গাজী রহমান

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

দৃষ্টির আয়োজনে মডেল ইউনাইটেড নেশন্স (ছায়া জাতিসংঘ) বিষয়ক কর্মশালা শেষ হয়েছে । গত ১৭ নভেম্বর চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সানশাইন এডুকেশনের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন এস্পেরিয়া হেলথের চেয়ারম্যান গোলাম বাকী মাসুদ, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসের পরিচালক রুমা দাশ, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, ব্যাংকার রাশেদুল আমিন রাশেদ।

দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন, সহ সভাপতি মুজিবুর রহমান মনি, সাংবাদিক মুজিবুল হক, সিইউমুনার সাংগঠনিক সম্পাদক রেহেনুমা তাবাসসুম, কর্মশালার সহসমন্বয়কারী হাসান মাহাদী ও ইতু দত্ত । কর্মশালার সমাপনী বক্তব্যে প্রধান অতিথি শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যে প্রস্তুতি ও অনুশীলন করেছো, তা সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে তোমরা শুধু বৈশ্বিক সমস্যাগুলো সম্পর্কে জানছো না, বরং সমস্যাগুলোর সমাধানের দক্ষতাও অর্জন করছো। আমাদের সময় এ ধরনের মানসম্মত সুযোগ ছিল না। কিন্তু তোমরা এখন অনেক ভাগ্যবান, কারণ তোমরা আজকের এই কর্মশালার মাধ্যমে অনেক কিছু শিখতে ও জানতে পারছো। এই শিক্ষাই তোমাদের ভবিষ্যৎ জীবনে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। গোলাম বাকী মাসুদ বলেন, আমাদের দেশের জন্য সত্যিকারের ভালো নেতার প্রয়োজন। মাসুদ বকুল বলেন, চট্টগ্রাম ছোট শহর, কিন্তু এর সম্ভাবনা অনেক বড়। আমরা এই শহরকে একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে চাই। আমাদের লক্ষ্য হলো সবাইকে একসঙ্গে, একই পথে নিয়ে এগিয়ে যাওয়া। সাইফ চৌধুরী বলেন, আমার সামনে যারা বসে আছো, তোমরাই আগামী দিনের বাংলাদেশের সূর্যসন্তান। আগামীর বাংলাদেশ গড়তে তোমরাই নেতৃত্ব দেবে। তোমরাই আগামীতে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে। নগরীর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চিটাগাং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাবিলদার রজব আলী খাঁ বইয়ের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধহোয়াইটওয়াশই হলো পাকিস্তান