জীবনের ‘স্মৃতির আলপিন’-এ রেহান

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৪৯ পূর্বাহ্ণ

বাজে স্বভাব’ দিয়ে ছড়িয়েছিল তার কণ্ঠ। এরপর একাধিক গানে ধরে রেখেছেন ধারাবাহিকতা। তরুণ এ গায়কের নাম রেহান রাসুল। নাটক কিংবা ওয়েব কনটেন্টে তার গানের আলাদা কদর তৈরি হয়েছে। সেই সুবাদে এবারের ঈদেও একাধিক গানে সরব থাকছেন তিনি। এর মধ্যে একটি গান ‘স্মৃতির আলপিন’। মোহন আহমেদ পরিচালিত ‘ফিদা’ নাটকে ব্যবহৃত হয়েছে এটি। যেখানে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ‘থাকতে যদি পাশে, আরও কটা দিন/ সময় কেটে যেতো, হয়তো ব্যথাহীন/ করে গেলে পথহারা, কেঁদে মরে কথারা, এভাবে বাঁচা বড় কঠিন/ বুকে বিঁধে আছো তুমি, হয়ে স্মৃতির আলপিন/’ এমন কথায় সাজানো গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে রেজওয়ান শেখ। খবর বাংলানিউজের।

গানটি নিয়ে রেহান রাসুল বলেন, খুব সুন্দর কথাসুরের গান। শ্রোতারা আমার কণ্ঠে যে ধরনের গান ভালোবাসেন, এটা তেমনই। আশা করছি এবারও শ্রোতারা নিরাশ হবেন না। আরেকটা কথা, জীবন ভাই ও রেজওয়ান শেখের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় কাজ। দারুণ অভিজ্ঞতা হলো। অন্যদিকে গীতিকবি রবিউল ইসলাম জীবনের ভাষ্য, নাটকের গান। তাই গল্পের কথা মাথায় রেখেই গানটি লিখতে হয়েছে। ‘ফিদা’ নাটকটি প্রযোজনা করেছে সুলতান এন্টারটেইনমেন্ট। তাদের ইউটিউব চ্যানেলেই ঈদ আয়োজনে নাটকের পাশাপাশি গানটি আলাদাভাবে উন্মুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঈদ উৎসব : আত্মশুদ্ধির কৃতাহ্নিক উৎসসূত্র
পরবর্তী নিবন্ধ‘গানের মিছিল’ নিয়ে আসছেন মুনতাসির তুষার